মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পূজা এলো

নকুল শর্ম্মা
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
পূজা এলো

ঢাকের বাদ্যি ওই শোনা যায়

এলো পূজার দিন,

কাশের দোলায় মন খুশিতে

নাচছে তা ধিন ধিন।

শিশির ঝরা শিউলি তলায়

জাগল খুশির বান,

পাখির কণ্ঠে মধুর সুরে

আগমনী গান।

মা যে আসবেন কৈলাশ ছাড়ি,

রেখে ভোলা পতি,

সঙ্গে আসবেন কার্তিক গণেশ

লক্ষ্ণী সরস্বতী।

খুশির জোয়ার বইছে দেখ

মায়ের বাপের ঘরে,

মর্তধামে আসবেন আবার

একটি বছর পরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে