মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শিশুর হাসি

ফেরদৌস জামান খোকন
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
শিশুর হাসি
শিশুর হাসি

শিশুর মুখে দেখলে হাসি

অনেক মজা পাই,

শিশুরা সব থাকুক সুখে

এটাই আমি চাই।

ধরার মাঝে শিশুর মুখে

হাসি দেখলে ভাই,

আপন মনে ভাবতে থাকি

ছোট্ট হয়ে যাই।

শিশুর মুখে থাকলে হাসি

সুখে থাকেন মায়,

খোদার কাছে মায়েরা সব

দোয়া সদাই চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে