মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সবাই এলো হলস্না করে

সাগর আহমেদ
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
সবাই এলো হলস্না করে

গঙ্গা ফড়িং উড়ছে দেখ

বনের ফুলে ফুলে,

প্রজাপতি রঙিন পাখায়

নাচছে দুলে দুলে।

মৌমাছিরা দল বেঁধে ভাই

আসছে মধু নিতে,

গুনগুনিয়ে ভ্রমর এলো

আনন্দ আর গীতে।

ঘাস ফড়িংয়ে লাফিয়ে বেড়ায়

সবুজ ঘাসে ঘাসে,

বাবুই পাখি বানায় বাসা

ঝাঁকরা ছাতিম গাছে।

ছোট্ট খুকি যেই না হাজির

তুলতে নানান ফুল,

সবাই এলো হলস্না করে

কানে মোতির দুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে