আমার শুধু ছুটি তো না রোদের ও কি ছুটি?
কেমন করে সবুজ পাতায় খাচ্ছে লুটোপুটি।
কেমন করে করছে খেলা দেখো নদীর জলে,
ছলকে উঠা ঢেউয়ের সঙ্গে কত গল্প বলে।
কেমন করে দিচ্ছে দোলা ফুলকুঁড়িদের ঠোঁটে,
রোদের পরশ পেয়ে বনের কত না ফুল ফোটে!
আমার শুধু ছুটি তো না পাখিরও কি ছুটি?
তাই পাখিরা গাছে গাছে করছে ছুটোছুটি।
কিচিরমিচির করছে সুখে মেলছে রোদে ডানা,
বন্ধু আকাশ ডানা মেলার মায়াবী ঠিকানা!
আমার শুধু ছুটি তো না মেঘেরও কি ছুটি?
ইচ্ছে আমার মেঘকে ডেকে বলব কথা দু'টি।
কেমন লাগে ডানা ছাড়া ভাসতে আকাশপুরে?
হাওয়ার বুকে সওয়ার হয়ে কোন দেশে যায় উড়ে?
আমার শুধু ছুটি তো না নদীরও কি ছুটি?
নদীর ছুটে চলা দেখে মুগ্ধ হয়ে উঠি।
এঁকেবেঁকে বইছে কোথায় স্বাধীনতার সুরে,
ডাকছে সাগর ভালোবেসে হাতছানিতে দূরে!
আমার শুধু ছুটি তো না ফড়িঙের আজ ছুটি,
আজ সকলের বন্ধু হয়ে মনের খুশি লুটি।