গোটাছয় কলাগাছ খেয়ে ফেলে আস্ত,
তবু তার কোনো দিন হলো না তো দাস্ত!
পাহাড়ি টিলার মতো অতিশয় স্বাস্থ্য,
রেগে গেলে পায়ে পিষে সব করে নাশ তো!
বড়ো দুটো দাঁত নিয়ে পারে না সে হাসতে,
পাগুলো যে তালগাছ... তাই হাঁটে আস্তে।
নাকখানি যেন তার জল সেচা নলটা,
ওটা দিয়ে খুব জোরে ছুড়ে মারে জলটা।
খুব ছোটো চোখ নিয়ে লড়ে তবু মস্তী,
নেই কোনো হাত বটে, তবু ডাকে হস্তী!