বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বই

গাজী আবু হানিফ
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
বই

বইয়ের মাঝে আলো আছে

আছে অন্ধকার

কোনটা নেবে মগজপুরে

ভাবা যে দরকার।

বইয়ের মাঝে জগত আছে

আছে ফুলের হাসি

সে বই পড় সে বই পড়

বইকে ভালোবাসি।

যে বই পড়ে হয় না মানুষ

চলে না সুপথে

সে বইপড়া পন্ডশ্রমই

জ্ঞানীগুণীর মতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে