বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হাবুর খুশি

সাজ্জাদুল ইসলাম শাওন
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
হাবুর খুশি

নতুন বইয়ের মলাট খুলেই

হাবুর মাথা হ্যাং

বইয়ের ভেতর ব্যাঙ

ব্যাঙের পাঁচটি ঠ্যাং

লাফাচ্ছে ঢ্যাং ঢ্যাং।

ব্যাঙ বেরুলো এর পরে তো

সাপ বেরোনোর কথা;

কিন্তু একি! সাপের বদল

বইয়ের ভেতর

লেখা 'স্বাধীনতা'!

'স্বাধীনতা' নামের ছড়ায়

চোখ বুলালো যেই

হারালো সে খেই

নীল আকাশে ডানা মেলে

উড়ল অজান্তেই

হাবুর চোখে খুশির জোয়ার

মন খারাপ আর নেই!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে