বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নিমপাতা

মালেক মাহমুদ
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
নিমপাতা

বলি

তোমরা থাকো রাজপ্রাসাদে

আমরা পথে চলি।

রোজ

সূর্য দেখি আলো ছড়ায়

রাখে দুখীর খোঁজ।

আজ

শীত পড়েছে এত বেশি

সূর্য পগারপার।

শীত

তোমায় নিয়ে রাত কাটালাম

কাটাই এখন দিন।

দিন

রাত্রি ও দিন উভয় সমান

আমি জামা হীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে