বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দিরাইয়ে তিন প্রকল্পের উদ্বোধন ৩০ সেপ্টেম্বর

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
দিরাইয়ে তিন প্রকল্পের উদ্বোধন ৩০ সেপ্টেম্বর

সুনামগঞ্জের দিরাই পৌরসভা ভবন নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নসহ তিনটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর এ তিন প্রকল্প উদ্বোধন করা হবে।

এ ব্যাপারে পৌর মেয়র মোশাররফ মিয়া বলেন, ৪ কোটি টাকা ব্যয়ে থানা রোড থেকে বাস-স্টেশন পর্যন্ত বিভাগীয় এবং জেলা পর্যায়ের আদলে টেকসই সড়ক নির্মাণ করেছেন। এছাড়াও ৩ কোটি টাকা ব্যয়ে ২২ বছর পড়ে হলেও পৌরসভার নান্দনিক ভবন গড়ে তুলেছেন। আগামী বুধবার তিন প্রকল্পের উদ্বোধন করা হবে। মেয়র আরও বলেন, শিক্ষার প্রসারে পৌরসভার নিজস্ব একটি স্কুল পরিচালনা ছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কাজ করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে