ভারত থেকে বাংলাদেশে ৩৫ লাখ করোনার টিকা এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় সাভার পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এতথ্য জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় বলেন, বিশ লাখ টিকা ভারত সরকারের উপহারস্বরূপ ও ১৫ লাখ টিকা অর্থের বিনিময়ে এসেছে। স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষকে ভারত আশ্রয় দিয়ে বন্ধুত্বের কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছিলেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd