রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মহালছড়িতে পাহাড় কাটার দায়ে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
মহালছড়িতে পাহাড় কাটার দায়ে জরিমানা

খাগড়াছড়ির মহালছড়ির লেমুছড়ি ও মাইসছড়ি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মহালছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউলকে ১৫ হাজার ও তাহেরা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজ ভূইয়ার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অর্থদন্ডে দন্ডিত মো. রেজাউল মহালছড়ির লেমুছড়ি বাঙালি পাড়া ও তাহেরা বেগম, স্বামী শওকত আকবর মাইসছড়ির নুনছড়ি এলাকার বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজ ভূইয়া বলেন, ভবিষ্যতে পাহাড় কাটবেন না এই মর্মে মুচলেকা দেওয়ার পরিপ্রেক্ষিতে মো. রেজাউলকে পনের হাজার টাকা ও তাহেরা বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে