বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১২ জুন ২০২১, ০০:০০
আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিকআপ চাপায় জাহাঙ্গীর আলম-(৩০) নামে এক সিএনজিচালিত অটো রিকশার যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুমিলস্না-সিলেট মহাসড়কের ধরখার সাতপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে। আহতরা হলেন, হারিছ মিয়া (২৮), জুমেল মিয়া (২৬) ও আশিকুর রহমান (৩০)। নিহতের মামা সুজন মিয়া জানান, কসবা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে রঙয়ের কাজ করতে সহযোগীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে যাওয়ার পথে ধরখারের সাতপুকুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দিলে জাহাঙ্গীরসহ ৪ জন আহত হয়। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে