বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নারী ইউপি সদস্যকে হত্যা চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবি

ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
নারী ইউপি সদস্যকে হত্যা চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবি

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছা. মর্জিনা খাতুনকে (৪৮) হত্যা চেষ্টার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আহত মর্জিনা বেগম ও তার পরিবারের স্বজনরা। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। গুরুতর আহত মর্জিনা বেগম জানান, গত ২০ অক্টোবর পূর্বশত্রম্নতার জের ধরে প্রতিবেশী আব্দুল বারী, শাহাদত হোসেন, বুদ্দু মোলস্নাসহ বেশ কয়েকজন তাকে হত্যা চেষ্টার জন্য আক্রমণ করেন। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। এ ঘটনার ৪ দিন পার হয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এমসির জন্য আবেদন করা হয়েছে। এমসি রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে