শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪ জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪ জন

চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় মিরসরাই কলেজ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার স্থানীয় পৌরসভা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মিরসরাই কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ নিশাদ (২৬), রাজু (২৪), সাকিব (২৪) ও সজিব (২০) আহত হন। ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ নিশাদ অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের অনুগতরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল বলেন, 'আমি পারিবারিক কাজে নারায়ণগঞ্জে আছি। ঘটনার সঙ্গে অহেতুক আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে