শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লালপুরে চালক হত্যায় একজনের যাবজ্জীবন দুইজনকে খালাস

ম নাটোর প্রতিনিধি
  ০১ জুলাই ২০২২, ০০:০০

নাটোরের লালপুরে ভটভটিচালক জুয়েল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ রায় দেন।

জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন দুপুরে জুয়েলকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান তার বন্ধু মাসুদ রানা। এরপর রাতে মাসুদের ভাই জুয়েলের বাড়িতে গিয়ে সংবাদ দেয় লালপুরের মঞ্জিলপুকুর কলেজের পাশে ডাকাতের হামলায় জুয়েল মারা গেছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত জুয়েলের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে রয়েজ মুন্সির ছেলে মাসুদ রানা ও তার দুই সহোদর আয়নাল ও মুকুলকে অভিযুক্ত করে ঘটনার পরদিন লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। দীর্ঘ ৬ বছর মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষে মামলার অভিযুক্ত মাসুদ রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে