বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

'সম্প্রীতির দেশ গড়তে কাজ করছে সরকার'

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২২, ০০:০০
'সম্প্রীতির দেশ গড়তে কাজ করছে সরকার'

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। সব ভেদাভেদ ভুলে বিভিন্ন আচার-অনুষ্ঠানে মিলিত হন এদেশের সব ধর্ম ও বর্ণের মানুষ। সেই সম্প্রীতি বিনষ্ট করতে বারবার চেষ্টা করছে বিরোধী দলীয় কিছু চক্রান্তকারী।

শুক্রবার প্রসাদপুর বাজারে নবনির্মিত রাধাগোবিন্দ জিউ মন্দির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাধাগোবিন্দ জিউ মন্দির কমিটির সভাপতি অবনী ভূষণ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, ইউএনও আবু বাক্কার সিদ্দিক, মন্দির কমিটির সম্পাদক অনুপ কুমার মহন্ত ও প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, মান্দা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে