রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
walton

বারি'র কৃষি যন্ত্রপাতির ট্রায়াল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  ৩০ মে ২০২৩, ০০:০০
গাজীপুরে নিজেদের উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারি'র মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকার -যাযাদি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের উদ্যোগে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 'কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা' প্রকল্পের আওতায় ইনস্টিটিউটের এফএমপিই বিভাগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকার। পরিচালক (সেবা ও সরবরাহ) ডক্টর ফেরদৌসী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ডক্টর মো. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ডক্টর সোহেলা আক্তার, পরিচালক (উদ্যানতত্ত্ব) ডক্টর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ডক্টর দিলোয়ার আহমদ চৌধুরী, প্রাক্তন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ডক্টর মো. আইয়ুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এফএমডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মো. নূরুল আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে