শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

স্বদেশ ডেস্ক
  ৩১ মে ২০২৩, ০০:০০
জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে গাজীপুর ও মেহেরপুরে বক্তব্য দেন দলীয় নেতাকর্মীরা -যাযাদি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলার স্থপতি, বীর উত্তম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা-উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,র্ যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারে আলাদাভাবে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করেছে জেলা বিএনপি দুই অংশ। জেলা বিএনপি (নাসের রহমান) গ্রম্নপের আয়োজনে মঙ্গলবার বাদ জোহর, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) দরগা জামে মসজিদে দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণে শিরনি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ হুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এমএ মোহিত প্রমুখ।

এদিকে জেলা বিএনপির (ভিপি মিজান গ্রম্নপ) আয়োজনে মঙ্গলবার বাদ জোহর অসহায় সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আবদুল মুকিত। পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভী আব্দুল উয়ালী সিদ্দিকী, সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আয়াছ আহমদ প্রমুখ।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে দুস্থদের তবারক বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, আবুল কাশেম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ শহরের প্রতিটি ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি'র সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মাহাবুবুর রহমান শেখর প্রমুখ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে বিকাল ৩টায় শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে কর্মসূচিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ, শহিদুলস্নাহ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোলস্না প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে সকালে নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার। যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিনিয়র নেতা মীর হালিমুজ্জামান ননী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আবদুস সালাম, আহ্বায়ক সদস্য মাহবুবুল আলম শুক্কুর, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, সরকার জাভেদ আহমেদ সুমন, আব্দুর রহিম খান কালা প্রমুখ।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে পৌর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে পৌর সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, এমএকে খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, আরজুলস্নাহ বাবলু মাস্টার, মানজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবদ্দিন মোলস্না, জেলা যুবদলের সভাপতি জাহেদুল হক জাহিদ প্রমুখ।

ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনটি উপলক্ষে মঙ্গলবার পৃথকভাবে নানা কর্মসূচি করেছে জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল। মঙ্গলবার অনুষদ ভবনের সামনে থেকে শোকর্ যালি বের করে জিয়া পরিষদ। পরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি। এরপর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে অনুষদ ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জিয়া পরিষদের সভাপতি ডক্টর তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ডক্টর এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক সভাপতি ডক্টর মিজানুর রহমান ও ডক্টর নজিবুল হক।

পৃথকভাবে শোকর্ যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মোনাজাতের আয়োজন করে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দল। এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমান, সদস্য সচিব ডক্টর শরফরাজ নওয়াজ ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. সেলিম, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক ইয়ারুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও দিনটি উপলক্ষে দোয়া মোনাজাত ও দুস্থদের খাবার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয় বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগ নেতা দেলুয়ার হোসেন সুজন, নজরুল ইসলাম সরকারসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাজস্থলীতে মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোলস্না, সাধারণ সম্পাদক আইযুব চৌধুরীসহ সেচ্ছাসেবক দল, কৃষক দল, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, সাঘাটায় রেজিস্ট্রি অফিস চত্বরে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম প্রধান নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক মঈন প্রধান লাবু, বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমান রেজা, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, সাবেক ছাত্র নেতা জসিউল করিম পলাশ, যুবদল আহ্বায়ক আহমেদ কবির শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল মিঠু, মোস্তাক আহম্মেদ মিলন, রুস্তম আলী, শহিদুল ইসলাম বাদল, ছাত্র নেতা জাহাঙ্গীর কবির জুয়েল, মহিলা দল নেত্রী মুনমুন রহমান, মৌসুমী আক্তার বৃষ্টি, ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মৃদুল প্রমুখ।

সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সুজানগর উপজেলার মানিকদীর ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোলস্নার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোলস্না, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খাজা মহিতুর, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাস, বিএনপির নেতা খন্দকার হারুনুর রশিদ, মজিবুর রহমান, আব্দুল বাতেন, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোলস্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কেরামত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য আরিফ, আব্দুলস্নাহ, এন এ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাকিল খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে