শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষকরাই পারেন উন্নয়নের বিপস্নব ঘটাতে :খাদ্যমন্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  ৩১ মে ২০২৩, ০০:০০

খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন, 'কৃষিনির্ভর এ দেশে কেবল কৃষি সেক্টরে কর্মরত কৃষকরাই পারেন দেশের সার্বিক উন্নয়নে বিপস্নব ঘটাতে। তাই দেশ গড়ার কাজে কৃষকদের এগিয়ে আসতে হবে।'

মঙ্গলবার সকালে নওগাঁর সাপাহার উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, 'শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের কষ্ট কমানোর জন্য সরকার প্রতি বছর কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা, কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের এ প্রচেষ্টা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।'

তিনি আগামী সংসদ নির্বাচনে দেশের স্বার্থে দেশের মানুষের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট চেয়ে তার বক্তব্য সমাপ্ত করেন। এর আগে তিনি উপজেলার গোডাউনপাড়া মোড়ে দেশের আমের বাণিজ্যিক রাজধানীখ্যাত সাপাহার উপজেলায় চলতি মৌসুমে আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধন করেন। এ ছাড়াও ঐতিহ্যবাহী জবই বিলে নির্মিত 'জবই বিল মাছ চত্বর'র উদ্বোধন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত 'জয়বাংলা চত্বর' উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে