শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শুদ্ধাচার পুরস্কার পেলেন মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ

  ২৮ জুন ২০২৩, ০০:০০
শুদ্ধাচার পুরস্কার পেলেন মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধনী) নীতিমালা ২০২১ অনুযায়ী এ পুরস্কার পান তিনি। পেশাগত দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা, নিয়মানুবর্তিতা, কর্মনিষ্ঠা, সহকর্মীদের সঙ্গে আচরণ ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে সরকারের পক্ষ থেকে সরকারি প্রতিষ্ঠানসমূহের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে প্রদান করা হয় শুদ্ধাচার পুরস্কার।

শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পর থেকেই তিনি কৃতিত্বের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এফসিপিএস ডিগ্রি অর্জন করেন ২০০৪ সালে। ২০২২ সালের ২৭ ফেব্রম্নয়ারি তিনি সেনাবাহিনীর মেজর জেনারেলর্ যাঙ্কে উন্নীত হবার পর থেকেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুদ্ধাচার পুরস্কার পাবার পর এক প্রতিক্রিয়ায় মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, আমার সহকর্মীদের একান্ত সহযোগিতার কারণে ঔষধ প্রশাসনের সকল প্রকার দায়িত্ব পালন সহজ ও সুন্দর হয়েছে। ভবিষ্যতেও আমি কাজের প্রতি শতভাগ নিষ্ঠাবান থেকে দেশের মানুষের উপকার করব এবং সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে