ঢাকার ধামরাইয়ে এলজিইডি ও কাঁচা সড়কের বেহালদশায় পরিণত হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে এখন এসব সড়কে এমন অবস্থা হয়েছে যানবাহন তো দূরের কথা হেঁটে চলাচল করতেও কষ্ট হচ্ছে। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে।
জানা গেছে, ধামরাই ১৬টি ইউনিয়নের মধ্যে উপজেলা এলজিইডি অফিসের আওতায় ৫৯৬টি ছোট বড় সড়ক রয়েছে। আর কাঁচা সড়কও রয়েছে অনেক। এসব সড়কে এলজিইডি কর্মকর্তাদের সঠিক তদারকি না থাকার কারণে দিন দিন বেহাল অবস্থায় পরিণত হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে এসব সড়ক এমন অবস্থা হয়েছে যে ছোট যানবাহন তো দূরের কথা হেঁটে চলাচল করা যাচ্ছে না। সড়কগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থাই নিচ্ছে না।
\হভুক্তভোগীরা জানান, এলজিইডির কিছু সড়কসহ গ্রামীণ কাঁচা সড়ক দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। তারা চরম ভোগান্তিতে রয়েছেন। সড়ক বেহাল থাকায় যানবাহন চলতে পারছেন না। যার কারণে তাদের উৎপাদিত কৃষিপণ্যসহ অনেক কিছুই সঠিকভাবে বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন। তাই বিষযগুলো দ্রম্নত সংশ্লিষ্ট দপ্তরের নজরের আসা দরকার বলে জানান তারা।
ধামরাইয়ের সুয়াপুর ও চৌহাট এলাকাবাসী জানান, বৃষ্টির কারণে কাঁচা সড়ক এমন অবস্থায় পরিণত হয়েছে যে হেঁটে চলতে গেলেও কাদায় হোঁচট খেতে হচ্ছে। অথচ সরকার প্রতি বছরই গ্রামীণ সড়ক নির্মাণে প্রতিটি ইউনিয়নে লাখ লাখ টাকা বাজেট দিচ্ছেন। সঠিক তদারকির অভাবে গ্রামের রাস্তাগুলো এমন অবস্থায় আছে বলে জানান তারা।
নান্নার ইউনিয়নের রথুনাথপুর গ্রামের সোহেল রানা জানান, আমাদের রঘুনাথপুর হতে কানকাওয়ালি সড়কটি প্রায় শতাধিক বছরের। তারপরও এ সড়কের এমন অবস্থা যা দেখলে কষ্ট হয়। দ্রম্নত তারা এসব সড়ক মেরামত করে জনগণ ও যান চলাচলের উপযোগী করার দাবি জানান।
উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক জানান, দ্রম্নতই বেহাল সড়কের কাজ শুরু করা হবে।