যৌথ প্রশাসনের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পাবনার পদ্মা নদীতে দুইজনকে অর্থদন্ড, নওগাঁর আত্রাইয়ে ছয় লাখ টাকার চায়নাদুয়ারী জাল জব্দ, চট্টগ্রামের বাঁশখালীতে ৩২০ মণ সামুদ্রিক মাছ জব্দ, ময়মনসিংহের গৌরীপুরে ৫ মাদকসেবীকে দন্ড, কিশোরগঞ্জের কটিয়াদীতে জরিমানা ও চট্টগ্রামের লোহাগাড়ায় ৭৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পাবনা প্রতিনিধি জানান, পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। বুধবার দুপুরে ঈশ্বরদী ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন যৌথভাবে পাকশীর পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেড়ামারা সীমানায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডিতরা হলেন- ভেড়ামারার ফয়জুলস্নাহপুর গ্রামের ইদ্রিস প্রামাণিকের ছেলে আরিফুল ইসলাম এবং একই ইউনিয়নের রায়টা গ্রামের বজলু মসলদারের ছেলে রফিকুল ইসলাম।
\হভেড়ামারা ইউএনও আকাশ কুমার কুন্ডু ও ঈশ্বরদীর এসি ল্যান্ড টি এম রাহসিন কবির এ অভিযানের নেতৃত্ব দেন।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ছয় লাখ টাকার চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আত্রাই গুর নদীতে ইউএনও মো. ইকতেখারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। পরে জব্দ করা জাল আগুনে ভস্মীভূত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, পলস্নী উন্নয়ন কর্মকর্তা মীর তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার সানজিদ হোসেন শিশির, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে সাগরে নিষিদ্ধকালীন সময়ে মাছ পরিবহণকালে ৩২০ মণ সামুদ্রিক মাছসহ ৫টি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার রাতে ইউএনও মো. সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাক চালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারায় ৫,৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহমুদুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
\হগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ মাদকসেবিকে দন্ডিত করা হয়েছে। বুধবার দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফৌজিয়া নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।
জানা যায়, উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে হেরোইন সেবন ও সংরক্ষণের অপরাধে আটককৃত মইলাকান্দা গ্রামের রতন মিয়াকে ১১ মাসের জেল ও ১০০০ টাকা, নেত্রকোনার পূর্বধলা উপজেলার ইসবপুর গ্রামের মো. জজ মিয়াকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা, একই গ্রামের খোকন মিয়াকে ২ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধের গৌরীপুর সহনাটি ইউনিয়নের বাছুরহাটি গ্রামের সুরুজ আলীকে ২ মাসের জেল ও ৫০০ টাকা এবং গিধাউষা গ্রামের আ. আজিজকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ম্যাজিক ও কারেন্ট জাল বিক্রি করার সময় বিকাশ চন্দ্র বর্মণকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০ হাজার টাকার অবৈধ ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। বৃহস্পতিবার দুপুরে কটিয়াদী বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
\হলোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি স্পট থেকে মোট ৭৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। বালি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড মো. শাহজাহান। অভিযানকালে চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইদ্রিস, উপজেলা ভূমি অফিসের নাজির বজলুর রহমান উপস্থিত ছিলেন।