কক্সবাজারের রামু উপজেলার পাহাড় থেকে অসুস্থ হয়ে সমতলে নেমে আসা একটি বন্যহাতির মৃতু্য হয়েছে। উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি কেচুবনিয়ায় বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
বার্ধক্যজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে হাতিটির মৃতু্য হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান স্থানীয়দের বরাতে বলেন, ভোরে একটি হাতি হঠাৎ পাহাড় থেকে বিলে নেমে এসে দিগ্বিদিক ছুটছিল। সকালে কেচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে হাতিটি লুটিয়ে পড়ে। তা দেখে বনবিভাগকে খবর দেন স্থানীয়রা।
রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা হাতিটিকে পর্যবেক্ষণ করার সময় তা উঠে দাঁড়াতে চেষ্টা করেও ব্যর্থ হয়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ও রামু উপজেলা পশুসম্পদ কর্মকর্তাকে দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপরও তাকে আর স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়নি। বিকেল ৪টার দিকে হাতিটি মারা যায়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাতির মৃতু্য হয়েছে বলে জানিয়েছে মেডিকেল টিম। এটি পুরুষ হাতি এবং এর বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর। বয়সের কারণে এটি অসুস্থ হয়ে মারা গেছে বলে মনে করছেন চিকিৎসকরা। এরপরও মৃতু্যর আসল কারণ জানতে নমুনা সংগ্রহের পর হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।