গাজীপুরের কালীগঞ্জে এসপিসিপিডি প্রকল্পের গঠিত কিশোর কল্যাণ অ্যাকশন ফোরামের (এডিডবিস্নউএএফ) কার্যক্রম পরিদর্শন, মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন 'জনসংখ্যা ও উন্নয়ন ইসু্য একীভূতকরণে সংসদের সক্ষমতা শক্তিশালীকরণ' (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় গঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন- জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং এসপিসিপিডি প্রকল্পের বিশেষজ্ঞ ও প্রকল্প পরিচালক এমএ কামাল বিলস্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, নাগরী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ অলিউল ইসলাম অলি, পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার লুর্ডসমেরী প্রমুখ।