শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সন্তানদের বাল্যবিয়ে না দেওয়ার অঙ্গীকার করলেন অভিভাবকরা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
সন্তানদের বাল্যবিয়ে না দেওয়ার অঙ্গীকার করলেন অভিভাবকরা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ঋষিঘাট ও চাঁদপাড়া গ্রামকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন। অনুষ্ঠানে ঋষিঘাট ও চাঁদপাড়া গ্রামের দেড় শতাধিক অভিভাবক তাদের ছেলেমেয়েদের বাল্যবিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন।

সোমবার ঋষিঘাট মেলর চড়া গ্রামে এ উপলক্ষে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপি সহযোগিতায় ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি ইয়ুথ ভিজিলেন্ট টিম, শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটি আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ঋষিঘাট গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি যোতিশ চন্দ্র।

এতে বক্তব্য রাখেন- ইউপি সদস্য গোলম রব্বানী, চাঁদ পাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বীরেন চন্দ্র, ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি, জেমস তপন মন্ডল, মামুনুর রশিদ, স্টেলা সরেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে