মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাব-মাঝিকে কুপিয়ে হত্যা

চার জেলায় দুই নারীসহ ৪ জনের অপমৃতু্য

স্বদেশ ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চার জেলায় দুই নারীসহ ৪ জনের অপমৃতু্য
চার জেলায় দুই নারীসহ ৪ জনের অপমৃতু্য

বিভিন্ন ঘটনায় চার জেলায় দুই নারীসহ চারজনের অপমৃতু্য হয়েছে। এর মধ্যে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাব-মাঝিকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও চাঁদপুরের ফরিদগঞ্জে কিশোর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহবধূ ও লক্ষ্ণীপুরের রামগতিতে আরেক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বিরোধী কথা বলায় কুপিয়ে এক সাব-মাঝিকে খুন করার অভিযোগ উঠেছে। নিহত মাঝি উখিয়ার ক্যাম্প-১৮-এর বস্নক এইচ/৫৬-এর সাব-মাঝি মোহাম্মদ আইয়ুব (৩৫)।

গত মঙ্গলবার বিকালে উখিয়ার ক্যাম্প-১৮, বস্নক-এইচ/৫৬-এর কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমির জাফর।

তিনি জানান, বিকালে ওই স্কুলের সামনে সন্ত্রাসীদের একটি দল ধারালো অস্ত্র দিয়ে সাব-মাঝি মোহাম্মদ আইয়ুবকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আইয়ুব নামের এক সাব-মাঝিকে সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে পারভেজ হোসেন (১৫) নামের এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চর দুঃখীয়া পশ্চিম ইউনিয়নের চর চান্না গ্রামে এ ঘটনা ঘটে। পারভেজ ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, গত সোমবার রাতে বাসায় গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে দেয় পারভেজ। পারভেজের মা তাসলিমা বেগম তাকে খাবার খাওয়ার জন্য একাধিকবার ডাকলেও সে রুমের দরজা খোলেনি। তাই প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখে পারভেজ গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তাকে নামিয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রুবিনা বেগম (২৪) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে ঘটনাটি ঘটে। রুবিনা বেগম খাগালিয়া গ্রামের মাহবুব মিয়ার স্ত্রী। তাদের তিন বছর বয়সি একটি ছেলেসন্তান রয়েছে।

জানা যায়, প্রায় পাঁচ বছর আগে রুবিনার সঙ্গে মাহবুব মিয়ার বিয়ে হয়। মাঝেমধ্যে তাদের পারিবারিক কলহ দেখা যেত। ঘটনার দিন বিকালে মাছ কাটা নিয়ে স্বামীর সঙ্গে বাকবিতন্ডা হয়। এরই জেরে গলায় ফাঁস দেন রুবিনা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে একটি অপমৃতু্য মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে মানসিক ভারসাম্যহীন বেওয়ারিশ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর। বুধবার ভোরে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের রব রোড এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। খবর পেয়ে রামগতি থানা পুলিশ পরিদর্শক তদন্ত যশ চাকমা ও পুলিশ বু্যরো ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালীর পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। এ সময় তারা লাশের পরিচয় না পেয়ে লাশের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠান।

জানা যায়, ভারসাম্যহীন ওই নারী গত এক মাস ধরে রব রোড এলাকার একটি দোকানের পাশে বসে থাকতেন। বুধবার ভোরে তাকে শুয়ে থাকতে দেখে এলাবাসীর সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে