মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৪ জন

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃতু্য

ফরিদপুর প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃতু্য
শেরপুরে উন্নয়ন মেলার সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুলস্নাহ আর খায়রুম -যাযাদি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ৪ জনের মৃতু্য হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৮৪ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২১ জন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার ছিদ্দীকুর রহমান।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে সাবিহা (১০), ভাঙ্গা উপজেলার পীরেরচর গ্রামের সেকেন মাতুব্বরের ছেলে ওয়াসিম মাতুব্বর (২৩), সালথা উপজেলার জুয়েল শেখের ছেলে কথান শেখ (৩২) ও বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মোস্তফা শেখের স্ত্রী শিউলি বেগম (৩৫)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে ওয়াসিম নামের রোগী হাসপাতালে ভর্তি হন, চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। গত শনিবার দুপুরে ভর্তি হন কথান শেখ, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার বিকালে ভর্তি হয় শিশু সাবিহা, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন শিউলি বেগম মঙ্গলবার বিকালে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে মারা যান তিনি।

ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডাক্তার ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮৪ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২১ জন। সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯২৭৩ জন। এর মধ্যে ৮৪১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে