সিরাজগঞ্জে প্রাথমিক পাঁচটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়ায় বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মাহামুদ হোসেন।
এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর তিন নাম্বার ওয়ার্ড সমিতি, শাহজাদপুর উপজেলায় গাড়াদহ ইউনিয়ন, দুর্গানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড সমিতি, খুকনী ইউনিয়নের ২নং ওয়ার্ড ও উলস্নাপাড়া পৌরসভার প্রাথমিক সমিতির ১২৬ জনকে মোট চার কোটি ৯৫ লাখ টাকার কেমিক্যাল, রং ও সুতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ তাঁত বোর্ডের উপ-সচিব আবু মাসুদ, মহাপরিচালক কামনাশীষ দাস, কাস্টমস অফিসার রোজিনা খাতুন, বাংলাদেশ তাঁত বোর্ডের সভাপতি মনোয়ার হোসেনসহ বিভিন্ন তাঁতি সমিতির সদস্যরা।
এদিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতিরা। তারা জানান, সরকার তাঁতিদের দিকে এভাবে সুনজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্প আবার প্রাণ ফিরে আসবে।