নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে কেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটি গঠন করার লক্ষ্যে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বস্ত্র ও পাটমন্ত্রীর রূপসীস্থ বাসভবনে তৃতীয় দিনে তারাবো পৌরসভার তৃণমূল নেতাকর্মীদের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাবো পৌর মেয়র হাসিনা গাজী। বক্তব্য রাখেন- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কার্যকরী সদস্য ফিরোজ ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তারাবো পৌরসভার কাউন্সিলর লায়ন আতিকুর রহমান, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, জাকারিয়া মোলস্না প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাধারণ জনগণের কাছে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। রূপগঞ্জের যে উন্নয়ন হয়েছে, এর ধারা অব্যাহত রাখতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের কোনো বিকল্প নেই।