শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আশাশুনিতে ভাষা সৈনিক আনোয়ার হোসেনের স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আশাশুনিতে ভাষা সৈনিক আনোয়ার হোসেনের স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন

সাতক্ষীরার আশাশুনিতে প্রথম শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনের স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার বুধহাটায় শহীদ আনোয়ার হোসেনের জন্মস্থানে এ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও সাতক্ষীরা জেলা আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা একেএম রইস উদ্দিন প্রমুখ।

সাতক্ষীরা জেলা আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এসকে হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বাজার বণিক সমিতির সম্পাদক নুরুজ্জামান জুলু, ডা. সাহিনুর আলম সাহিন, বুধহাটা সবুজ সংঘের সভাপতি রেজওয়ান আলী, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, ইউপি সদস্য ফিরোজ হোসেন, যুবলীগ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে