বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

উখিয়ায় পুলিশ-আরসা সন্ত্রাসীদের গোলাগুলিতে আহত দুই

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) ১৫ জনের একটি সন্ত্রাসী গ্রম্নপকে আটক করতে গিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী বাহিনীর গুলিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজন আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

\হসোমবার উখিয়ার ক্যাম্প-৫ ও ৬ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪-এপিবিএনের উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। আহতরা হলেন- উখিয়ার ১৪ এপিবিএনের কনস্টেবল জানে আলম ও ইমরুল হাসান শুভ।

এ সময় নুরুল আলম (৩৭) নামক এক আরসা সদস্যকে আটক করা হয়। তিনি ক্যাম্প দুই ইস্টের সৈয়দ আহমদের ছেলে। আটক সন্ত্রাসীর নামে একটি হত্যা মামলা রয়েছে।

পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, আহত দুই পুলিশ সদস্যদের উদ্ধার করে নিকটস্থ ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ টহল বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে