দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও অবৈধভাবে বালু তোলাসহ বিভিন্ন অপরাধে চার জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের বাঁশখালী ও ফটিকছড়ি, হবিগঞ্জের চুনারুঘাট, পটুয়াখালীর দশমিনা এবং নীলফামারীর ডোমারে এসব অভিযান চালানো হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারতি খবর-
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরে মেয়াদোত্তীর্ণ দেশি-বিদেশি কোল্ড ড্রিংকস, খাবার বিক্রি ও সংরক্ষণের অপরাধে মধুবন ও ফুলকলির দু'টি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা সদরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী।
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু তোলার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত ব্যক্তি মিজান মিয়া (৩৯) রাণীগাঁও ইউপির মণিপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার বিকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এবং চুনারুঘাট থানার একদল পুলিশের উপস্থিতিতে উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউপির মণিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দশমিনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সঠিক দাম না লেখা ও ওজনে কারচুপির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া উপজেলার সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেন। এর আগে, একই দিন সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন ইউএনও নাফিসা নাজ নীরা, এসি ল্যান্ড ওয়াসিউজ্জামান চৌধুরী ও পুলিশ পরিদর্শক অনুপ দাস প্রমুখ।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়িতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬টি মামলায় সর্বমোট ৩৫৫০০ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। বৃহস্পতিবার ফটিকছড়ির আজাদী বাজার ও নাজিরহাট বাজারে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম।
ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে রুবাইয়া ডেন্টাল কেয়ার অ্যান্ড কিউরে অভিযান চালিয়ে রেজিস্টেশনবিহীন দন্তচিকিৎসক সুমন ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস হ্যাপি এ রায় দেন।