অবহিতকরণ সভা
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহগীর আলম। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান, ওসি আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক বাহারুল ইসলাম মোলস্না প্রমুখ।
ক্যাম্পেইন অনুষ্ঠিত
ম বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে কৈশোরে মনের যত্ন ও মনোসমাজের কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা বিষয়ে 'ইয়ুথ ফ্রেন্ডলি স্কুল ক্যাম্পেইন' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের বহুমুখী কলেজিয়েট স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাকের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান। বিদ্যালয়ের অধ্যক্ষ মোসা. ফারহানা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সায়েদুর রহমান, যুব-উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, সাংবাদিক আজাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখ প্রমুখ।
মতবিনিময় সভা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে 'বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প' উন্নয়ন কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়েব ফাউন্ডেশনের উপজেলা কমিটির চেয়ারম্যান মিতু মনির সভাপতিত্বে ও সম্পাদক এস এম কামাল উদ্দীন টগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা ওয়েব ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক ও সামসুন নাহার প্রমুখ।
ঢেউটিন বিতরণ
ম মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা, যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু ও উপজেলা কৃষকলীগ সভাপতি আব্বাছ উদ্দীন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ 'ভরসার নতুন জানালা' বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা পরিষদ হলরুমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন 'ইউসিবি' নওগাঁর শাখা ব্যবস্থাপক এসএম মাসুদ রানা। কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ।
ক্রেস্ট প্রদান
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে সেরা স্টল হিসেবে উপজেলা কৃষি অধিদপ্তর প্রথম, উপজেলা প্রকৌশল অধিদপ্তর দ্বিতীয় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তৃতীয় স্থান অধিকার করেছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী তিনটি দপ্তর প্রধানগণের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। সহকারী কমিশনার (ভূূমি) নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার ও উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
ত্রি-বার্ষিক নির্বাচন
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আগামীকাল শনিবার নীলফামারীর সৈয়দপুরে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ১৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার। নির্বাচনে ৬টি পদের বিপরীতে দু'টি প্যানেলের ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দু'টি হলো- নাজমুল-লোকমান-এরশাদুল পরিষদ ও রেজা-নূর আলম-মোস্তাকিম পরিষদ।
সমাপনী অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে এসএমই ফাউন্ডেশন এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) উদ্যোগে পাটজাত পণ্য ও বাজারজাত করণ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমাপনী দিবসে প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান। 'নাসিব' নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের রংপুরের সেন্টার ইনচার্জ মোহাম্মদ দিদারুল হক প্রমুখ।
কমিটি গঠন
ম লক্ষ্ণীপুর প্রতিনিধি
লক্ষ্ণীপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন ও সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে জিএইচএম আবদুর নুরকে আহ্বায়ক ও নুরুল হক পাটোয়ারীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, তারেক উদ্দিন মাহমুদ চৌধুরী, এ কে এম হুমায়ুন কবির, আবদুল মন্নান মুন্সী, জসিম উদ্দিন, আবুল বাশার, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন চৌধুরী সবুজ, হুমায়ুন কবির হাওলাদার প্রমুখ।
সার বিতরণ
ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলা রাণী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন প্রমুখ। এ সময় ২০২৩-২৪ বছরের খরিপ ২ মৌসুমের প্রণোদনা হিসেবে উপজেলার চারশ' কৃষক-কৃষানির মধ্যে পাঁচ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ
ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 'সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প'র আওতায় বর্ষা মৌসুমে বন্যাকবলিত অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নানিয়ারচর জোনের আওতাধীন বামফিল্যান্ড এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় জোন অধিনায়ক লে. কর্নেল এসএম রুবাইয়াত হুসাইন জানান, 'বন?্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন প্রায়ই জোনের দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র জনগণের মধ্যে ত্রাণ বিতরণসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।'
শিক্ষকের ওপর হামলা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কাকমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা খাতুনকে (৫৫) বেধরক মারধর করে জখম ও রক্তাক্ত করে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই শিক্ষক আটঘরিয়া থানায় একটি অভিযোগ করলেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর এক সপ্তাহ পার হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষক শাহিনা আক্তার থানায় ও যথাযথ কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিলে গত ১৯ সেপ্টেম্বর পুলিশ ঘটনাস্থল তদন্ত করেন।
উঠান বৈঠক
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে 'শেখ হাসিনার অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' শীর্ষক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার শিবপুর ইউনিয়নের কামারেরহাট বাজারে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড সর্বস্তরের মানুষের তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরনবী মোস্তফা চান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সদস্য কপিরুল ইসলাম রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকন আকন্দ প্রমুখ।
সেমিনার অনুষ্ঠিত
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার তুুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সামিয়া। উপজেলার ছৈলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আল মানুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, নিরাপদ খাদ্য পরিদর্শক দেব প্রসাদ মিত্র প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে ইউএনও ডালিম সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার হোসেন, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম, বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী সাহা, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বিজিবি কমান্ডার মমিনুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক শামসুল আলম প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রেস্ট ফিডিং কর্নার
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হয়েছে। প্রথমবারের মতো স্বাস্থ্যকেন্দ্রে ব্রেস্ট ফিডিং কর্নার চালু হওয়ায় আগত রোগী ও তাদের স্বজনরা কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনুষ্ঠানিকভাবে কর্নারের উদ্বোধন করেন সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুলস্নাহ, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদুল ইসলাম।
কৃষক প্রশিক্ষণ
ম বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ডাল দানাজাতীয় ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়। ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন। এতে অংশগ্রহণ করেন বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস প্রমুখ। ওই কৃষি প্রশিক্ষণ কর্মসূচিতে ৩০ জন বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মজীবী যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
মাসিক সভা
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম প্রমুখ।
আইনশৃঙ্খলা সভা
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, ওসি মুজাহিদুল ইসলাম, সিরাজদিখান প্রেস ক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ক্যাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
\হ
মতবিনিময় সভা
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভুঞা, পৌর মেয়র আসাদুল হক ভুঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানার ওসি আলী হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ প্রদান
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে উপজেলার কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান। এতে অংশ নেন উপজেলার ৬০ জন প্রান্তিক পর্যায়ের কৃষি উদ্যোক্তা। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামন, মৎস্য কর্মকর্তা আইয়ুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের নওগাঁ জেলা শাখার ব্যবস্থাপক এস এম মাসুদ রানা, জয়পুরহাট শাখার ব্যবস্থাপক ফারুক আলম, ধামইরহাট উপজেলা উপ-শাখা ইনচার্জ সামসুল ইসলাম প্রমুখ।