শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দুই অটোরিকশা চালকসহ চার জেলায় পাঁচজনকে হত্যা

পানিতে ডুবে তিন জেলায় ৩ জনের মৃতু্য
স্বদেশ ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
দুই অটোরিকশা চালকসহ চার জেলায় পাঁচজনকে হত্যা
দুই অটোরিকশা চালকসহ চার জেলায় পাঁচজনকে হত্যা

গাজীপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার ও জেলার কালিয়াকৈরে নিজ ঘরেই যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এদিকে, কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিকশা চালকের রক্তমাখা মরদেহ উদ্ধার, লক্ষ্ণীপুরের রায়পুরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হয়। এছাড়া, পানিতে ডুবে ফরিদপুরের ভাঙ্গায় এক শিশু, নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধ ও ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরের কলাবাধা এলাকায় নিজ ঘরেই যুবককে গলা কেটে হত্যা করে উলঙ্গবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা এলাকার সোহরাব বয়াতীর ছেলে আমির হামজা (৪০)। কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া লাশটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের সাহা আলীর ছেলে আমিনুল ইসলামের (৩০) বলেন কোনাবাড়ি থানার ওসি একেএম আশরাফ উদ্দিন।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার আমবাগিচা এলাকার খালপাড় রাস্তার উপর থেকে মরদেহটি উদ্ধার করে স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জাকির হোসেন এ তথ্য জানান।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন সরদার (৫০) নামের এক রিকশা চালকের রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার উপজেলার বলাইখা এলাকার অনিক কম্পোজিট মশারির কারখানার (ঢাকা-সিলেট) মহাসড়কের পাশে একটি নির্জনস্থান থেকে রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহত স্বপন উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল বউবাজার এলাকার রাজ্জাক সরদারের ছেলে। ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই সাইফুল আলম মৃধা (৬০) নিহত হয়েছেন। উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাট সংলগ্ন মৃধা বাড়িতে শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই বাড়ির মৃত সাইদুর রহমান মৃধার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন। রোববার এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদি হয়ে ৯ জনের নামে রায়পুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী নাসিমা বেগম (৫০), দেলোয়ার হোসেন মৃধা (৪৫), আবু মুসা মোহন (৪০) ও শিমুল হোসেন (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন বলেন, 'ওই ঘটনায় মামলা হয়েছে। মিসু আক্তার নামের এক নারী গ্রেপ্তার হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্ণীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে আবির শেখ নামে চার বছরের একটি শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে??। আবির ওই গ্রামের আসাদ শেখের ছেলে। ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ডাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা হায়দার শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে সুতিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আলফাজ মিয়া (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলফাজ মিয়া ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে। যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামের একটি পুকুরে ওই মরদেহ উদ্ধার করা হয়। তিনি গুপিনাথপুর পূর্বপাড়া গ্রামের মৃত-সেফাত মাস্টারের ছেলে। গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান এ কথা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে