'মাদক ও ধুমপানকে না বলি, সাইকেল ভ্রমণ করি, সুস্থ সমাজ গড়ি'- এ স্স্নোগানে কাজী আসলাম নামের ৪৫ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি সূদুর সাতক্ষীরা থেকে ৮ দিন সাইকেল চালিয়ে ৬শ' কি.মি. সড়ক দিয়ে তেঁতুলিয়া পৌঁছান। পরে তেঁতুলিয়া থেকে প্রায় ১১শ' কি. মি. সড়ক পথ পাড়ি দিয়ে ১৭ দিনের মাথায় টেকনাফের মেরিন ড্রাইভের জিরো পয়েন্টে পৌঁছান তিনি।
এ সময় কাজী আসলাম যায়যায়দিনকে বলেন, সাইকেল ভ্রমণ শরীর ও মন দুটোই সুস্থ রাখে। দেশ বিদেশ ঘুরে জ্ঞান অর্জন করা যায়। কিশোর, তরুণ, প্রবীণ সবাই সাইকেল ভ্রমণ করতে পারে। আত্মহত্যার প্রবণতা ও হতাশা দূর করতে সাইকেল ভ্রমণে বেরিয়ে পড়া উচিত। পাশাপাশি মাদক ও ধুমপান থেকে সবাই বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় টেকনাফের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধুমপান ও মাদক থেকে দূরে থাকতে সচেতন করেন।
কাজী আসলাম সাতক্ষীরা সদরের কাটিয়া মাঠপাড়া গ্রামের কাজী ইদ্রীস আলীর ছেলে। টেকনাফে এসে পৌঁছালে সামাজিক সংগঠনে তরুণ শক্তি'র প্রতিষ্ঠাতা মো. আব্দুলস্নাহ, আবসার হোসাইন, রমজান আলী ও মোহাম্মদ রাসেল কাজী আসলামকে শুভেচ্ছা ও স্বাগতম জানান।