শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চীনের ডিজাইনে সাজানো হচ্ছে বরেন্দ্রের সাফিনা পার্ক

তানোর (রাজশাহী) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
চীনের ডিজাইনে সাজানো হচ্ছে বরেন্দ্রের সাফিনা পার্ক

নাটোর জেলায় অবস্থিত গ্রিনভ্যালি পার্ক মাত্র কয়েক বছরেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে উত্তরবঙ্গের বিনোদন পিয়াসীদের কাছে। এতে চরম দর্শনার্থী সংকটে পড়ে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের ব্যক্তি মালিকানাধীন বিনোদন কেন্দ্রগুলো। এবার সে সংকট কাটাতে রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সাফিনা পার্ককে চীনের একটি বিনোদন কেন্দ্রের আঙ্গিকে সাজানো হচ্ছে। বরেন্দ্রে উঁচু-নিচু ভূমিতে ২০১২ সালে ৪০ বিঘার জমির ওপর গড়ে তোলা হয়েছিল এ বিনোদন কেন্দ্র। এবার তা সম্প্রসারণ করে ৯৫ বিঘায় করা হয়েছে। পুরনো নকশা ও ডিজাইন পরিবর্তন করে নতুন করে চীনের ডিজাইন ও নকশাই কাজ শুরু করেছে সাফিনা পার্ক কর্তৃপক্ষ।

আগামী ডিসেম্বর মাসে পার্কে পুরো কাজ শেষ করতে দিন-রাত কাজ করছেন ২০০ নির্মাণশ্রমিক। এতে চলতি বছরেই পার্কের নতুন চমক ও আকর্ষণীয় বিনোদন কেন্দ্র উপভোগ করতে পারবেন উত্তরবঙ্গের বিনোদন পিয়াসীরা। এতে নাটোরের গ্রিনভ্যালিকে পিছনে ফেলতে পারবে বলে মনে করছেন বিনোদন পিয়াসীরা।

সাফিনা কর্তৃপক্ষ জানান, বিনোদন পিয়াসীদের আর্কষণ করতে ৭ গুম্বজ এবং ৮০ ফুট উঁচু অত্যাধুনিক গেট নির্মাণ করা হচ্ছে। গেটের ভিতরে প্রবেশ করেই মিলবে রেল স্টেশন। বয়স্ক ও শিশুরা ট্রেনে বসে ঘুরতে পারবে পুরো পার্কের দর্শনীয় স্থান। পার্কের পশ্চিম পাশে পাহাড়ের পাশ দিয়ে করা হয়েছে লেক। বিনোদন পিয়াসীদের দুপুরে গোসল উপভোগ করতে নির্মাণ করা হয়েছে বড় সুইমিং পুল। নির্মাণ করা হচ্ছে চায়না আবাসনস্থলে অন্যতম কাঠে তৈরি একাধিক টংঘর। যা দর্শনার্থীরা বিশ্রামের সুযোগ পাবেন। সভা-সেমিনারের জন্য আধুনিক কনফারেন্স রুম করা হয়েছে। এগুলো শুধু বড়দের নয়, ছোট শিশু-কিশোরদের জন্য নতুন নতুন রাডার বসানো হচ্ছে। যা বর্তমানের যুগে অত্যাধুনিক।

চায়নার ডিজাইনে সাফিনা পার্কে কাজ করছেন ঠিকাদার আনোয়ার হোসেন। তিনি বলেন, শুধু চায়নার নকশায় না এখানের যত রাডার ও যন্ত্রপাতি বসানো হচ্ছে সবই চায়না থেকে আনা হচ্ছে। সাফিনা পার্কের এমডি মিজানুর রহমান মিজান একজন ব্যবসায়ী। ব্যবসায়ী কাজে দীর্ঘদিন চীন দেশে অবস্থান করেন। চীনে অনেক দর্শনীয় স্থান দেখে তার আদলে এখানে করা ইচ্ছা রয়েছে বলে জানান তিনি। তিনি প্রায় একশ কোটি টাকা বরাদ্দ করেছেন। পর্যায়ক্রমে এ বিনোদন কেন্দ্র আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

সাফিনা পার্কের প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, আগামী ডিসেম্বর মাসে নতুন চমক পাবে এ অঞ্চলে বিনোদন পিয়াসীরা। ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চায়নার আদলে গড়ে তোলা হচ্ছে এই পার্ক। এটি হবে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে আধুনিক বিনোদন কেন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে