শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চিলমারী নদীবন্দরে যুক্ত হলো আরও একটি ফেরি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
চিলমারী নদীবন্দরে যুক্ত হলো আরও একটি ফেরি

কুড়িগ্রামে চিলমারী বন্দরে যুক্ত হয়েছে বেগম সুফিয়া কামাল নামের আরও একটি ফেরি। পণ্যবাহী অতিরিক্ত গাড়ির চাপে রোববার সন্ধ্যায় বন্দরে ফেরিটি যুক্ত করা হলো।

বিআইডবিস্নউটিসির চিলমারী নদীবন্দরের ফেরিঘাটের ম্যানেজার প্রোফুলস্ন চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে ফেরিটি দিয়ে যানবাহন পারাপার শুরু হয়। এ নিয়ে ফেরি সার্ভিস উদ্বোধনের ১৩ দিন পর ১৪টি পরিবহণ ধারণ ক্ষমতার ফেরিটি বহরে যুক্ত করা হয়। সোমবার সকালে আটটি পণ্যবাহী ট্রাক, একটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাসসহ দুটি মোটর সাইকেল নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

বিআইডবিস্নউটিএ'র চিলমারী নদীবন্দরের পাইলট মাহবুবুর রহমান জানান, চিলমারী বন্দরের ফেরিঘাটে বেগম সুফিয়া কামাল যুক্ত হওয়ায় পণ্যবাহী গাড়ির চাপ কমবে বলে আশা রাখি। প্রাথমিক অবস্থায় আমরা যে ফেরি ছাড়ার সময় বেঁধে দিয়েছিলাম, সে সময়টি গাড়ির ওপর নির্ভর করে এদিক-সেদিক হতে পারে। পণ্যবাহী গাড়ি নিয়ে যাতে পরিবহণ শ্রমিকরা বসে না থাকেন, সে বিষয়টি আমরা মাথায় রাখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে