শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বানিয়াচংয়ে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
বানিয়াচংয়ে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী 'গরুর গাড়ি' কালের আবর্তে হারিয়ে গেছে। গরুর গাড়িকে এক সময় যাত্রিবান্ধব বন্ধু হিসেবে অনেকেই আখ্যায়িত করত।

এক সময় গ্রাম বাংলার মানুষ গরুর গাড়ি নিয়ে ছুটে চলতেন গ্রামের পর গ্রাম।

সময়ের আবর্তে গরুর গাড়ি দেখতে যেতে হবে জাদুঘরে। নতুন প্রজন্ম হয়তো জানবে না গরুর গাড়ির ইতিহাস।

গ্রাম বাংলায় বিয়ের অনুষ্ঠানসহ অন্যান্য যাবতীয় মালামাল বহনে গরুর গাড়ি ব্যবহার করা হতো। এটি মেরামতের জন্য হাট বাজারে দোকান দিয়ে বসত। এছাড়া গ্রামে গ্রামে গিয়েও মেরামতের কাজ করত মিস্ত্রিরা। বর্তমানে আধুনিকায়নের ফলে দেখা মেলে না সেই মিস্ত্রিদের। আর গরুর গাড়ি তো নেই।

উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন, গ্রাম বাংলায় গরুর গাড়ির কদর ছিল অনেক বেশি। বর্তমানে উন্নত যানবাহন বের হওয়ার কারণে গরুর গাড়ির চাহিদা তেমন নেই বললে চলে। কালের আবর্তনে এই গাড়িগুলো বিলীন হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে