শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩ মরদেহের দাফন সম্পন্ন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩ মরদেহের দাফন সম্পন্ন

ঢাকার সাভারের আশুলিয়া থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী ও একমাত্র ছেলের মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারণীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর ফুলবাড়িতে দাফন করা হয়েছে।

সোমবার ফুলবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের পৃথক জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

ইউপি চেয়ারম্যান মোস্তফা আলম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম রাজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের দাফন কাজে অংশ নেয়।

উলেস্নখ্য, গত শনিবার সন্ধায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উত্তর ফুলবাড়ি (গরুড়া) গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয়ের (১৪) গলাকাটা মরদেহ ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার ছয়তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে