বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

ফেনীর আদালতে আসামিকে গাছ লাগানো ও মাদকবিরোধী প্রচারের শর্তে অব্যাহতি

ফেনী প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

ফেনীতে ইয়াবাসহ আটক এক কারবারির বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে গাছ লাগানো ও মাদকবিরোধী সেস্নাগান প্রচারের শর্তে খালাস দিয়েছেন আদালত। গত রোববার জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (তৃতীয়) বিচারক অপরাজিতা দাস এই রায় ঘোষণা করেন।

এ সময় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মাদকসেবী ও বিক্রেতাদের শুধরাতে এই লঘু দন্ড দিয়ে আসামি খুরশিদকে সামাজিক কাজে আত্মনিয়োগের শর্তে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

খোরশেদ আলম (৪৮) ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সদর ওয়ার্ডের জানু দরবেশ বাড়ির প্রয়াত আমির হোসেনের ছেলে।

আসামির আইনজীবী খন্দকার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে দায়েরকৃত মাদক মামলায় কারাগারে ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে