বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

দৌলতখানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ১২ জেলের অর্থদন্ড

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
দৌলতখানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ১২ জেলের অর্থদন্ড

ভোলার দৌলতখানে মৎস্য বিভাগের অভিযানে ৩০ মিটার অবৈধ মশারি জাল ও ৪টি নৌকা জব্দ করা হয়েছে। সোমবার সকালে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব নৌকা ও জাল জব্দ করেন।

এ সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১২ জন জেলেকে আটক করা হয়। পরে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে ১২ জেলেকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ অবৈধ মশারি জাল ও ৫০০ পিস খুঁটি মেঘনার পাড়ে পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও অভিযানে জব্দ ১৫০ কেজি মাছ বিভিন্ন মাদ্রাসায় ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে