দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নিজ নির্বাচনী এলাকায় এলেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সোয়া দশটায় আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছেন তিনি। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগ নেতাকর্মীদের স্স্নোগানে মুখরিত হয়ে উঠে স্টেশন চত্বর। ট্রেনের দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় নেতাকর্মীরা আইনমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে মন্ত্রী নেতাকর্মীদের অনুরোধে ট্রেন থেকে নেমে তাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'আজকে কিছু বলব না। বৃহস্পতিবার আখাউড়ায় এসে মনোনয়ন জমা দেব।'
পরে তিনি ট্রেনে উঠে যান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি বাদল ভূঁইয়া, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উত্তর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।