রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আদালতকে রাজনৈতিক কর্মকান্ডে টেনে আনা বিএনপির ভুল -আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক -যাযাদি

আদালতকে রাজনৈতিক কর্মকান্ডের মধ্যে টেনে আনা বিএনপির ভুল বা অন্যায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, 'বিএনপির আইনজীবীদের আদালত বর্জন হচ্ছে রাজনৈতিক স্ট্যান্টবাজি, এর কোনো মর্মার্থ নেই। কারণ হচ্ছে, আদালত আদালতের কাজ করে যাচ্ছেন। আদালত বিচার কার্যে মনোনিবেশ করছেন।'

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

'৭ জানুয়ারির নির্বাচন তামাশার নির্বাচন'- বিএনপির এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, 'যারা এ নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশা। কারণ হচ্ছে, জনগণ এ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন বলে জনগণের এখনের কার্যকলাপে বোঝা যাচ্ছে। বিএনপি কথা বলে যেতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে।'

এর আগে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তিনি সড়ক পথে কসবা উপজেলায় নিজ বাড়িতে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে