রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

২০২৪ সালে বিদু্যৎ ও জ্বালানির ক্ষেত্রে সমস্যা হবে না: প্রতিমন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

বিদু্যৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি ২০২৪ সালে বিদু্যৎ ও জ্বালানির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সামনের দিনগুলো বা আগামী গ্রীষ্মের জন্য বিদু্যৎ খাতে প্রস্তুতি কেমন- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, 'আমি মনে করি, বিদু্যৎ ও জ্বালানি দুইটারই পরিস্থিতি ভালো। সামনের বারের প্রস্তুতিও নিয়ে ফেলেছি আমরা। ফেব্রম্নয়ারি মাস থেকে ধীরে ধীরে বিদু্যতের চাহিদা অনেক বেড়ে যাবে। মার্চ-এপ্রিল-মে-জুন মাসে... আমরা আশা করছি, সামনের বছর বিদু্যতের চাহিদা এই বছর থেকে ৮ থেকে ১০ শতাংশ বাড়বে। এটা একটা বড় বিষয়। এটাকে সামনে ধরে আমরা সেভাবে পরিকল্পনা নিয়েছি। এখন বাকিটা নির্ভর করছে বহির্বিশ্বের ওপর, সেখানে জ্বালানি সংকট হলে আমরা বিপদে পড়ব। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।'

তিনি আরও বলেন, 'আমরা আশাবাদী বিদু্যৎ ও জ্বালানির ক্ষেত্রে ২০২৪ সালে কোনো সমস্যা হবে না।'

বড় বিদু্যৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসলে খরচ কমে যাবে কিনা- এ বিষয়ে নসরুল হামিদ বলেন, 'আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, আমরা যখন বড় পস্ন্যান্টগুলোর হিসাব করেছি, তখন ৭০ থেকে ৭৫ ডলার কয়লা হিসাব করলাম। এখন ৯০ ডলার করে আমরা কয়লার হিসাব (দাম) পাচ্ছি। কিন্তু তখন ডলারের দাম তো ধরেছিলাম ৭৫ টাকা; এখন ১৪০ টাকা, ১২৫ থেকে ১৩০ টাকা করে কিনতে হচ্ছে। ডলারের দামে একটা বড় ব্যবধান হয়ে গেছে। সেখানেও দামের ব্যবধান বেড়েছে।'

তিনি বলেন, 'ডলারের দামের ব্যবধানের কারণে আমাদের তেলের দাম, গ্যাসের দাম, কয়লার বা বিদু্যৎ ও জ্বালানির কাঁচামালের দামে একটা বড় ব্যবধান এসে গেছে। এগুলো দামের ওপর প্রভাব ফেলছে। সেটাই হলো মুখ্য বিষয়, যে এই চ্যালেঞ্জটা আমরা কতদিন ধরে রাখতে পারব।'

প্রতিমন্ত্রী বলেন, 'আমরা মনে করি, এখনো পরিস্থিতি হাতের বাইরে যায়নি। এভাবে যদি থাকে আমাদের কোনো সমস্যা হবে না আগামীতে।'

'বিদু্যৎ বন্ড' ছাড়ার কথা ছিল। এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, 'এ বিষয়ে আমি বলতে পারব না। অর্থ মন্ত্রণালয় বলতে পারবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে