শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপেস্নক্সে স্বাভাবিক প্রসব সেবা চালু

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে সদ্য ভূমিষ্ঠ শিশুকে নিয়ে ডাক্তার ও মিডওয়াইফরা -যাযাদি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে স্বাভাবিক প্রসব সেবা চালু হওয়ার মাত্র ৩ দিনের মাথায় সফলভাবে প্রথম স্বাভাবিক প্রসব সম্পন্ন করেছেন হাসপাতালের ডাক্তার ও প্রশিক্ষিত ও দক্ষ মিডওয়াইফরা।

শুক্রবার সকাল শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উপজেলার আস্তমা গ্রামের হেপি বেগম স্বাভাবিক প্রসবের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন। স্বাভাবিক প্রসবকালে মিডওয়াইফের দায়িত্বে ছিলেন শিউলী বেগম, রনি আক্তার, রিমা বেগম ও ডা. সানজিদা শিকদার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসপাতালের ডা. মো. ইকবাল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জ্যোর্তিময় ভট্টাচার্যসহ প্রমুখ।

হেপি বেগমের স্বামী হোসাইন আহমদ বাবুল জানান হাসপাতালে আমার ১টি টাকাও খরচ হয়নি। সবকিছুই আমাকে বিনামূল্যে প্রদান করা হয়েছে।

হাসপাতালের কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান জানান, গ্রামাঞ্চলে প্রসূতি নারীদের প্রতি অবিচার করা হয়। সেই সঙ্গে শিশুমৃতু্যর হারও বাড়ছে, তাই প্রতিদিন আমাদের হাসপাতালে বিনামূল্যে সেবা দিচ্ছেন এবং সার্বক্ষণিক ডাক্তাররা এটাকে মনিটরিং করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে