শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরিফে মাসিক মাহফিল

নতুনধারা
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

ঢাকা মোহাম্মদপুর, লালমাটিয়াস্থ রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরিফে বৃহস্পতিবার এক মাসিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির ভাষণে আমিরে সত্যের ডাক, আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা বলেন, যাহাদের মধ্যে দ্বীনি শিক্ষা নেই, তারা বিরান ঘরের তুল্য। তাই হৃদয়ের ঘরকে আবাদ ও জিন্দা রাখার পূর্ব শর্ত এলমে কোরআন ও হাদিসের বিদ্যা শিক্ষা এবং এলমে মা'রেফাতের দ্বীক্ষা গ্রহণ করা। তাই পীর সাহেবের প্রতিষ্ঠিত জৈনপুরী দরবার শরিফ ও আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল মাদ্রাসায় যারা বাইয়াত গ্রহণ ও মাদ্রাসায় ভর্তি হবে, তারা একই সঙ্গে সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষা মা'রেফাতে দ্বীক্ষা গ্রহণ করে কামিলিয়াত অর্জনে সক্ষম হবেন ইনশাআলস্নাহ। যাদের সন্তানরা দ্বীনি এলেম শিখার মানসে ঘর থেকে বাহির হয়, তারা যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আলস্নাহর রাস্তায় জেহাদের ছওয়াব পাইতে থাকবেন। যদি কেউ পড়া অবস্থায় মারা যায়, তাদের অবশিষ্টাংশ এলেম ফেরেস্তার মাধ্যমে কবরে পড়ান হবে (আল হাদিস)।

মোনাজাতের পূর্বে পীর সাহেব কেবলা তার প্রতিষ্ঠিত ঢাকাস্থ আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল এমএ মাদ্রাসার ফলাফল ঘোষণা করে বলেন, আলস্নাহর খাচ রহমতে উক্ত মাদ্রাসা দীর্ঘ ২০ বছর যাবত প্রতি বছর কামিল (এমএ) পীরক্ষায় প্রথম ও দ্বিতীয় পর্বে প্রথম শ্রেণি পেয়ে শতভাগ পাসের গৌরব অক্ষুণ্ন রেখেছেন ইনশাআলস্নাহ। ভবিষ্যতে ও যাতে অনুরূপ ফলাফল অক্ষণ্ন রাখতে পারে, সেজন্য আলস্নাহর শুকরিয়া আদায় এবং আপনাদের দোয়া কামনা করি। অত্র মাদ্রাসায় যারা শিশু শ্রেণি থেকে কামিল পর্যন্ত আবাসিক/অনাবাসিক ভর্তি হবে, আমি তাদের অন্ন, বস্ত্র, যাবতীয় কিছু ফ্রি করে দেব ইনশাআলস্নাহ। মাওলানা তোজাম্মল হকের উপস্থাপনায় আরও ওয়াজ করেন- মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা হাফেজ আব্দুল আউয়াল, হাফেজ হাফিজুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে