বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
ফরিদপুর-৩

এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্টের ওপর হামলা

যাযাদি ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্টের ওপর হামলা

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকালে ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছিলেন। বিকালে তিনি তার নিজ ইউনিয়ন চর মাধবদিয়ায় গেলে তার ওপর চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশের নেতৃত্বে বেশকিছু নৌকা সমর্থিত লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে ভোলা মাস্টারের পরিবারের দাবি। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

1

ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল গফফার বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে