রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
কুষ্টিয়া-২ আসন

হেভিওয়েট প্রার্থী ইনুকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী কামারুলের রেকর্ড জয়

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাসানুল হক ইনু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ১৪ দলের প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে (নৌকা প্রতীক) পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ১৫ হাজার ৭৯৯। তার নিকটতম হেভিওয়েট প্রার্থী ১৪ দলের প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট ৯২ হাজার ৪৪৫।

কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৯৩৬। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬১। মোট বৈধ ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ২৫২। বাতিলকৃত ভোটার সংখ্যা ৫ হাজার ৯৮৫। সর্বমোট প্রদত্ত ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ২৩৭।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে