বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সাঘাটায় বিনামূল্যে বইয়ের টাকা নেওয়ার অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
সাঘাটায় বিনামূল্যে বইয়ের টাকা নেওয়ার অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারের বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বই ছাত্র-ছাত্রীদের টাকা ছাড়া না দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, রামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে বই নিতে গেলে প্রধান শিক্ষক আতাউর রহমান প্রত্যেক শিক্ষার্থীর কাছে ২০০০ টাকা দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে টাকা ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে বই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আতাউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

টাকা ছাড়া বই না পেয় বৃহস্পতিবার সকালে ছাত্র-ছাত্রী ও শতাধিক অভিভাবক সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বিনামূল্যে বই পাওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসহাক আলী বিক্ষোভকারীদের বিনামূল্যে বই দেওয়া এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে