বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
খোঁজ পেতে পথে পথে স্ত্রী ও দুই শিশু

২১ দিন ধরে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাজীব আহমেদ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
কুষ্টিয়ার নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধান পেতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন -যাযাদি

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট পূর্ব বামনপড়া এলাকার ইয়াছিন আলীর ছেলে ও কুমারখালী পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রাজীব আহমেদ ২১ দিন ধরে নিখোঁজ। তার খোঁজে পথে পথে ঘুরছেন স্ত্রী রায়হানা পারভীনসহ তাদের দুই শিশু সন্তান রাইসা ও রায়হান।

গত ২২ ডিসেম্বর কুমারখালীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হন রাজীব। এরপর থেকেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন রাতেই থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।

নিখোঁজ রাজীবের ভাই রাহাতুল ইসলাম ঝন্টু বলেন, 'পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এখনো সন্ধান মেলেনি তার। রাজীবের সন্ধানে প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো কুলকিনারা করতে পারেননি।'

কোনো উপায় না পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের রাজীবের সহকর্মী, ভাই, বোন ও স্বজনরা।

রাজীব আহমেদের স্ত্রী রায়হানা পারভীন বলেন, 'আমার জানামতে এমন কারও সঙ্গে রাজীবের শত্রম্নতা ছিল না। নিখোঁজের পর থেকে রাজীবের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজের দিনই বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়ায় ওইদিনই কুমারখালী থানায় গিয়ে একটি জিডি করি। আমার দুই সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, কোনো সন্ধান পাচ্ছি না।'

তিনি আরও জানান, 'হাসপাতাল থেকে শুরু করে প্রতিটি জায়গায় খুঁজে দেখলেও কোথাও খোঁজ মিলছে না। স্বামীর সন্ধান পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।' রাজীবের উদ্ধারের ব্যাপারে পুলিশ প্রশাসনের অবহেলা আছে বলেও দাবি করেন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, 'রাজীবের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করা হয়েছে। তাকে উদ্ধারের সব চেষ্টা চালাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে